ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির ওপর বিমান ভেঙে পড়ে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার (৩ জানুয়ারি) ওই ঘটনা ঘটে বলে মার্কিন পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইউএসএ টুডে।
এতে দুর্ঘটনাস্থলেই মারা যান বিমানটির চালকসহ ওই এলাকার চার বাসিন্দা।
দু্র্ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ইঞ্জিনবিশিষ্ট 'সেসেনা-৪১৪এ' বিমানটিতে উড্ডয়নরত অবস্থায়ই আগুন ধরে যায়। একসময় ক্যালিফোর্নিয়ার ইয়োরবা লিনডা অঞ্চলে ভেঙে পড়ে সেটি।
স্থানীয় পুলিশ জানায়, শহর থেকে ৩২ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বের স্থানীয় একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। দুর্ঘটনাবশত একটি বাড়ির ওপর ভেঙে পড়লে সেই বাড়ির চার সদস্য মারা যান। নিহতদের দু’জন নারী ও দু’জন পুরুষ বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি। ঘটনার তদন্তে মাঠে নেমেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।
কপিরাইট Ⓒ ২০১২-২০১৮ ২এ মিডিয়া লিমিটেড। সর্বস্বত্ব সংরক্ষিত।
৮/সি, এফআর টাওয়ার, পান্থপথ, ঢাকা ১২০৭, বাংলাদেশ।
কাজী আনিস আহমেদ, প্রকাশক
মতামত দিন