Thursday, April 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

কেন অশ্রুসিক্ত নেইমার?

এই কান্না আনন্দের, সমস্যা কাটিয়ে ওঠার এবং জেতার আকুতি থেকে বেরিয়ে আসা আবেগ।

আপডেট : ২৩ জুন ২০১৮, ০৩:৫৬ পিএম

শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে উৎকণ্ঠা বিরাজ করছিল ব্রাজিল ভক্তদের মনে। কখন না জানি অঘটন ঘটে যায়। শেষ ৯০ মিনিটের পর আশার আলোর দেখা মিললো ব্রাজিলের। আর শেষ বাঁশি বাজার আগে দ্বিতীয় গোলটি করেন দলের সেরা তারকা নেইমার। স্বস্তির জয়ের পর কাঁদতে দেখা যায় এই তারকাকে। আনন্দাশ্রুর ব্যাখ্যা দিয়েছেন নেইমার নিজেই। 

শুক্রবার (২২ জুন) সেন্ট পিটার্সবার্গে ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার কোস্টারিকা বিপক্ষে ম্যাচে অনেকটাই চাপে ছিল ব্রাজিল। তবে শেষ জয়ের হাসি হাসলো ব্রাজিলিয়ানরা। 

জয়ের পর অশ্রুসিক্ত দেখা গেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। বিশ্বকাপের আগে তিন মাস চোটের কারণে মাঠেই বাইরে থাকা নেইমারের কণ্ঠে ছিল আবেগন শব্দ, ‘এখানে আসতে আমি কিসের মধ্য দিয়ে গিয়েছি, তা সবাই জানে না। এই কান্না আনন্দের, সমস্যা কাটিয়ে ওঠার এবং জেতার আকুতি থেকে বেরিয়ে আসা আবেগ।’

গত বিশ্বকাপেও নেইমার ছিলেন দলের প্রাণনকেন্দ্র। কোয়ার্টার ফাইনালে মারাত্মক চোটে পড়ে ছিটকে যেতে হয় দল থেকে। নেইমারের মুখের শব্দে তাই সেই কঠিন সময় পেরিয়ে আসার তৃপ্তি। তাই এখনো সব সহজ নিচ্ছেন না তিনি, ‘আমার জীবনে কখনও কোন কিছু সহজ ছিল না। তাই এবার কেনই বা সহজ হতে যাবে?’ 

দুই ম্যাচ পরে গ্রুপে শীর্ষে আছে ব্রাজিলই। তবে এখনো নিশ্চিত নয় দ্বিতীয় রাউন্ড। ২৭ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় হবে নির্ধারণ। ব্রাজিল পরবর্তী প্রতিপক্ষ সার্বিয়া।

About

Popular Links