Thursday, April 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

মক্কায় নারী চালকের গাড়িতে আগুন

উল্লেখ্য, গত মাসে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর আনুষ্ঠানিক বৈধতা দেওয়া হয়

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১১:০৩ এএম

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে সপ্তাহখানেক হল, এর মধ্যেই মক্কায় এক নারীর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মক্কার স্থানীয় এক প্রতিষ্ঠানে কোষাধ্যক্ষ হিসেবে চাকরি করা সালমা আল-শেরিফ (৩১) সংবাদমাধ্যমক জানান, ইচ্ছাকৃতভাবে কিছু পুরুষ তাঁর গাড়িতে আগুন লাগিয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার মক্কা পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিষয়টির তদন্ত করছেন। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

গত ২৪ জুন অতি রক্ষণশীল সৌদি আরবে নারীরা বহু বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞার বাধা পেরিয়ে রাস্তায় গাড়ি নিয়ে নামেন।

সরকারপন্থী পত্রিকা ওকাজকে শেরিফ বলেন, গাড়ি চালানোর অনুমতির পর থেকে তিনি প্রতিবেশীদের কাছে হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, ‘আমার বেতন চার হাজার রিয়াল, যার অর্ধেকই গাড়িচালকের পেছনে খরচ যায়।’

সালমা আল-শেরিফ আরো বলেন, ‘কিন্তু গাড়ি চালানোর প্রথম দিন থেকেই তিনি পুরুষের কাছে হয়রানি শিকার হচ্ছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেরিফকে অনেকেই সমর্থন করেছেন। অনেকেই তাঁর পুড়ে যাওয়া গাড়ির ছবি পোস্ট করছেন এবং এটা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর আনুষ্ঠানিক বৈধতা দেওয়া হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার নারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন। 

About

Popular Links