Thursday, April 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর না পেয়ে মিডিয়া ডেকেছি: মির্জা ফখরুল

দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর না পেয়ে উদ্বিগ্ন বিএনপি। শনিবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি; কিন্তু ব্যর্থ হয়েছি। তার শারীরিক অবস্থা কেমন–সে সম্পর্কে জানতে পারছি না। তাই অত্যন্ত উদ্বিগ্ন হয়েই মিডিয়াকে ডেকেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা দা‌বি জানা‌চ্ছি, অন্তত তার পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক।’

আপডেট : ১২ মে ২০১৮, ১০:০৮ পিএম

শনিবার (১২ মে) রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল এ সংবাদ সম্মেলন করেন। সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলনের জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সর্বশেষ গত ৪ মে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন। এরপর থে‌কে দেখা করার আর অনুমতি পাচ্ছেন না তারা। ‌জিজ্ঞাসা করা হ‌লে কারা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎ সম্ভব হচ্ছে না। প্রশ্ন হ‌চ্ছে তিনি (খা‌লেদা জিয়া) কারাগারে সরকারের নিরাপত্তার মধ্যেই আছেন। তাহ‌লে যারা সাক্ষাৎপ্রার্থী হচ্ছেন তাদের সাক্ষাৎ দিতে নিরাপত্তজনিত কারণে সমস্যা কেন হবে না, বুঝতে পারছি না।’

তিন মাস ধরে খালেদা জিয়া কারাগারে আছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রথম যখন কারাগারে দেখা করতে গিয়ে ছিলাম তিনি (খালেদা জিয়া) উৎফুল্ল হয়ে কথা বলেছেন। তিনি ভিজিটর রুমে এসে কথা বলেছেন। এরপর কয়েকবার গিয়েছি, প্রতিবারই ভিজিটর রুমে এসে কথা বলেছেন। কিন্তু গত একমাস ধরে তিনি ভিজিটর রুমে আসতে পারছেন না। যে কারণে আমাদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েও তা বাতিল করা হয়েছে। তার শরীরের অবস্থা এত খারাপের দিকে গেছে যে, তিনি ভিজিটর রুমেও আসতে পারছেন না।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, কারাগারে নেওয়ার পর থেকে ক্রমেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করার। সেটা তো করা হয়নি, উপরন্তু উদ্বেগের সঙ্গে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি খালেদা জিয়াকে তার পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।’ 

তিনি আরও বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসকেরা বলেছেন সুচিকিৎসা না পে‌লে পরিণতি কী হতে পারে। তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। স্মরণশক্তি হারিয়ে ফেলতে পারেন। আরও মারাত্মক অবনতি ঘটতে পারে। তারপরও কোন কারণে চিকিৎসা হচ্ছে না, তা আমাদের বোধগম্য হচ্ছে না।’ 

সংবাদ সম্মেলনে বিএন‌পির যুগ্ম মহা‌সচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক মাসুদ আহ‌মেদ তালুকদার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

About

Popular Links