রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-র লোক প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহেরের বিরুদ্ধে ‘অশালীন এবং আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ এনেছেন একই বিভাগের শিক্ষক সামান্থা তামরিন।
এ ঘটনার বিচার চেয়ে উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন ওই নারী শিক্ষক।
অভিযোগে বলা হয়, গত ২৩ এপ্রিল লোক প্রশাসন বিভাগের ৩৭ তম একাডেমিক সভা চলাকালে বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের একই বিভাগের নারী শিক্ষক সামান্থা তামরিনকে উদ্দেশ্য করে অশ্রাব্য, আপত্তিকর ও অশোভন কথাবার্তা বলেন। এ ঘটনায় বিভাগের অন্যান্য শিক্ষকরা হতবাক হয়ে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক জুবায়ের ইবনে তাহের শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে ঢাকা ট্রিবিউনকে বলেন, ওই নারী শিক্ষককে তিনি কোনও অশালীন কথা বলেননি। পাল্টা অভিযোগ করে তিনি দাবি করেন, বিভাগে তার বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টির অভিযোগ এনে চিঠি দেওয়ায় ওই নারী শিক্ষক এমন মিথ্যা অভিযোগ তুলেছেন।