রাঙামাটিতে এক নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার আনুমানিক রাত ১২টায় রাঙামাটি রিজার্ভ বাজার এলাকার গ্রীন কাসেল হোটেলে এ ঘটনা ঘটে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক রনি।
এ ঘটনায় লংগদু উপজেলার ছোট কাট্টলী এলাকার ঝংকু চাকমা ওরফে বাবলু (৩৫) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ঝংকু চাকমা ফোনে ঐ নারী ইউপি সদস্যকে সেনাবাহিনীর লোকজন গ্রেফতার করার জন্য খুঁজছে বলে ভয় দেখায়। এতে ভীত হয়ে লংগদু থেকে পালিয়ে ঐ নারী ইউপি সদস্য রাঙ্গামাটিতে আসেন এবং ঝংকু চাকমার কথা মতো রিজার্ভ বাজার এলাকার গ্রীনহিল হোটেল। পরবর্তীতে ঝংকু চাকমা সুযোগ বুঝে কোমল পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ঐ নারী ইউপি সদস্যকে অচেতন করে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঐ নারী।
এ প্রসঙ্গে কোতয়ালী থানার ওসি জাহেদুল হক রনি ঢাকা ট্রিবিউনকে বলেন, "বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অপরজনের স্ত্রীকে নিয়ে পালানোর এক ঘটনায় একটি মামলা রয়েছে"।