Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:২০ এএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। 

রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকুরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শাহরাস্তি উপজেলার সাহাপুরের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আবুল কালাম (৬৫), কচুয়ার আশ্রাফুপুরের মৃত লাল মোহন মজুমদারের ছেলে রনজিৎ চন্দ্র মজুমদার (৭৫), আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুরের আবুল হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মনি (২৭), তার ছেলে রোমান (৮) । হতাহতরা সবাই সিএনজি যাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের টঙ্গীগামী কডোবা বাস এবং চাঁদপুরমুখী সিএনজি চালিত অটোরিক্সা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কাকুরতলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর একজন মারা যান। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গুরুতর আহত ২ জনকে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা গেছেন। 

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটি ঘটনাস্থলেই রয়েছে। 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, “এ দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। তবে কাউকে এখনো আটক করা যায়নি।”

   

About

Popular Links

x