Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সদরঘাটের হকার্স মার্কেটে আগুনে পুড়ল ১৭ দোকান

এ ঘটনার তিনদিন আগে, গত ২৫ এপ্রিল ভোরে একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:৩৫ এএম

সদরঘাটের হকার্স মার্কেটে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে। রবিবার (২৮ এপ্রিল) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, “ভোর পৌনে ৪টার দিকে হকার্স মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরো বলেন, “ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এসময় দুজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।

সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শামস আরমান বলেন, “আগুনে মার্কেটের ১৭টি দোকানের মালামাল পুড়ে গেছে।”

এ ঘটনার তিনদিন আগে, গত ২৫ এপ্রিল ভোরে একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

About

Popular Links