Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

বসত ঘরে ৫৬ টি গোখরা সাপের বাচ্চা

টাঙ্গাইলের সখীপুরে বসত ঘরে ৫৬টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০৯:৪০ পিএম

সোমবার উপজেলার গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের আউয়াল মিয়ার বসত ঘরের ভিতর থেকে এ সাপগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে আওয়াল মিয়া ও তাঁর পরিবারের লোকজন রাতের খাবার সময় ঘরের ভেতর আওয়াজ পান। এ সময় টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে খোঁজাখুজির এক পর্যায়ে মাচার নীচে বড় একটি গোখরা সাপ দেখতে পান তারা। 

মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি গর্তের ভেতর লুকিয়ে পড়ে। পরে সোমবার স্থানীয় লোকজন ঘরের মেঝে খুড়ে বড় সাপ উদ্ধার করতে না পারলেও ৫৬টি জীবন্ত সাপের বাচ্চা উদ্ধার করে। 

এ ব্যাপারে বাড়ির মালিক আওয়াল মিয়া বলেন, ‘সম্পূর্ন ঘর খুড়েও বড় সাপটি উদ্ধার করতে পারিনি। আতঙ্কে বাড়ি ছেড়ে পাশের বাড়িতে অবস্থান করছি।’ 


   
Banner

About

Popular Links

x