Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

 ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার দুপুরে দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন।

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০৯:৩৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার দুপুরে দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এ ছাড়াও গুরুতর আহত ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতরা হলেন, আগমনী পরিবহনের বাস চালক মো: মিন্টু (৪০) ও ঢাকার সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র মো: রিংকু (২৬)। এ প্রসঙ্গে বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই জাহাঙ্গীর জানান, গাইবান্ধা ছেড়ে আসা রাজশাহীগামী সোমা পরিবহনের বাস দুপুরে গোবিন্দগঞ্ঝের কালিতলা এলাকায় পৌঁছানোর পর, রংপুর ছেড়ে আসা আগমণী পরিবহনের এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

দুর্ঘটনার পর গুরুতর আহতদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসকরা আগমণী বাস চালক মিন্টু এবং বিশ্ববিদ্যালয় ছাত্র রিংকুকে মৃত ঘোষণা করেন।


About

Popular Links