Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

জাবিতে হলে রুমের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রভোস্ট বলেন, 'ভাগ্য এবং হলের বরাদ্দ পরিবর্তন করা যায়না'  

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০১:৫৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ মাসেও হলে রুম না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

নওয়াব ফয়জুন্নেসা হলের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন।

জানা যায়, ১৪০ জন শিক্ষার্থীকে চারটি ছোট রুমে মানবেতরভাবে থাকতে হচ্ছে। প্রতিরুমে ১৯ জন করে কোনোরকমে থাকার সুযোগ থাকলেও সেখানে ৩৮ জন করে থাকতে হচ্ছে।

ভুক্তভোগীরা শিক্ষার্থীরা জানান, রুম সংস্কারের নামে আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন হলে সাময়িক স্থানান্তর করলেও স্থায়ী কোনো ব্যবস্থা করেনি প্রশাসন।

শিক্ষার্থীরা আরও জানান, প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন তাদের যেন যেকোনো হলে স্থায়ী স্থানান্তর করা হয়।

তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন দাবির প্রেক্ষিতে হলের প্রভোস্ট তাদের বলেন, "এটা তোমাদের ভাগ্য, আর হলের বরাদ্দ পরিবর্তন করা যায় না"।

About

Popular Links