Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রথমে ২ মেয়েকে হত্যা, তারপর আত্মহত্যা!

ওসি ইমতিয়াজ বলেন, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১২:১৪ পিএম

অভাবের তাড়নায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই মেয়েকে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এলাকার মো. নূরনবী’র স্ত্রী ডলি আক্তার (২৮) ও তাদের দুই মেয়ে ইলা আক্তার (৬) ও ইসরাত নূর (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, প্রথমে দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে মা ডলি আক্তার। পরে নিজেও বিষপানে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের কয়েকজন সদস্য মা ও দুই মেয়েকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বলেন, সংসারে অভাবের কারণে পারিবারিক বিরোধ থেকে মা দুই শিশু সন্তানকে হত্যার পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

ওসি ইমতিয়াজ আরও বলেন, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x