দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে আগামী ৪ মে সকালে বাংলাদেশে আঘাত হানতে পারে।
তিনি বলেন, "ঘূর্ণিঝড় ফণির ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের উপকূলীয় ১৯টি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং সতর্ক করা হচ্ছে। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতিমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।"
বুধবার (১ মে) সচিবালয়ে আবহাওয়া অধিদপ্তর আয়োজিত বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণী: দুর্যোগ ব্যবস্থাপনার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল