Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফণীর চাপে আবহাওয়া অফিসের ওয়েবসাইট অচল

বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টাতে ১ লাখ ৫৫ হাজারের বেশি ভিজিটর একইসময়ে আবহাওয়া  অফিসের সাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি ডাউন হয়ে যায়

আপডেট : ০২ মে ২০১৯, ০৭:২৯ পিএম

স্বাভাবিকের চেয়ে বেশি ওয়েব ভিজিটর বা ব্যবহারকারীর চাপে অচল হয়ে গেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটটি। বৃহস্পতিবার (২ মে) দুপুর ১ টা থেকে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

এ বিষয়ে, আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ বলেন, "ঘূর্ণিঝড় ফেণীর আপডেট জানতে স্বাভাবিকের চেয়ে বেশি ব্যবহারকারীরা ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছেন। বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টাতে ১ লাখ ৫৫ হাজারের বেশি ভিজিটর একইসময়ে সাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি ডাউন হয়ে যায়"।


আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের নাম ‘ফণী’ কেন?


"আবহাওয়া অধিদফতরের টেকনিক্যাল টিম ওয়েবসাইটটি পুনরায় সচল করার চেষ্টা করছে। এটি চালু হতে আরও তিন-চার ঘণ্টা সময় লাগবে", যোগ করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা নাগাদ এই ঝড়ের অগ্রবর্তী অংশ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। যদি সরাসরি এটি বাংলাদেশে আঘাত হানে তাহলে এটি সুপার সাইক্লোনে রুপান্তরিত হবে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছে। 

About

Popular Links