Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

দুপুরের পর থেকে ঢাকায় ভারী বৃষ্টি

আজ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে।

আপডেট : ০৪ মে ২০১৯, ১২:২৭ পিএম

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঢাকায় আজ শনিবারও দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার বিকেল থেকে সারা রাত ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ফণী দুর্বল হয়ে যখন বাংলাদেশে ঢুকবে, তখন ঢাকায় ভারী বৃষ্টি নামবে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আজ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ জানান, শনিবার দুপুরের পর এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। ঘূর্ণিঝড় ফণী যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের মধ্যাঞ্চল দিয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে। এ কারণে ঢাকাতেও আজ ভারী বৃষ্টি হবে।

   

About

Popular Links

x