কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) বেগম রৌশন আরা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার সকালে কঙ্গোর কিনশাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকার পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে। বেগম রৌশন আরা কঙ্গোতে পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পুলিশে যোগ দেন রৌশন। সুদীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন তিনি।