নুসরাত জাহান হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে জবানবন্দি দিয়েছেন ওই মাদ্রাসার আরেক ছাত্রী।
জবানবন্দিতে ওই শিক্ষার্থী জানান, অধ্যক্ষ সিরাজ ছয় মাস আগে কক্ষে ডেকে নিয়ে তার যৌন হয়রানি করেছিলেন। । এই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েও তিনি কোনো সুবিচার পাননি।
গত রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের ঘটনার শিকার ওই ছাত্রী নুসরাত হত্যা মামলা সাক্ষী দেন ।
আলিমপড়ুয়া ওই ছাত্রী আদালতে জবানবন্দিতে বলেন, নুসরাতকে যৌন হয়রানী চেষ্টার ছয় মাস আগে (২০১৮ সালের ৩ অক্টোবর) সোনাগাজি সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা তাকে কক্ষে ডেকে মাদ্রাসায় ও পরীক্ষায় নানা ধরনের সুযোগ-সুবিধা লোভ দেখান। শেষে তার শরীরে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
ওই ছাত্রী আরও জানান, অধ্যক্ষের এমন আচরণের বিষয়টি তিনি তার বাবাকে জানান। পরে তার বাবা প্রতিকার চেয়ে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করেন। কিন্তু মাদ্রাসা পরিচালনা কমিটি অভিযোগটি ধামাচাপা দেয়।
এই প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক শাহ আলম বলেন, চারজন সাক্ষীর আদালতে জবানবন্দিতে সিরাজ উদ-দৌলার এই ধরনের বহু অপকর্মের তথ্য পাওয়া গেছে।