আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে শুক্রবার থেকে।
আজ সোমবার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনে এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশচন্দ্র ইউএনবিকে জানান, বিভিন্ন গন্তব্যের জন্য বাস কাউন্টারগুলোতে সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকেট বিক্রির প্রথম দিন ৩০ মে বৃহস্পতিবারের অগ্রিম টিকেট দেওয়া হবে।