Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাদ্রাসাছাত্রকে 'বলাৎকার', শিক্ষক গ্রেপ্তার

সোমবার দুপুরে ওই ছাত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল জলিলের কক্ষে হাজিরা খাতা দিতে যায়।

আপডেট : ১৪ মে ২০১৯, ০৪:৩১ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুল জলিল নামের ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার ভোরে শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ছাত্রটির দাদা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ওই ছাত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল জলিলের কক্ষে হাজিরা খাতা দিতে যায়। এ সময় অভিযুক্ত শিক্ষক তাকে বলাৎকার করেন। এরপর ওই ছাত্র বাসায় ফিরে তার দাদাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় ওই কিশোরের দাদা থানায় গিয়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। 

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x