নওগাঁ সদর উপজেলার বাইপাস বরুনকান্দি এলাকা থেকে মাদকসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমান (৪৫), পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ইয়াসিন আরাফাত (৩২) এবং একই উজেলার সাগর হোসেন (৩২)।
গ্রেফতারকৃতদের প্রসঙ্গে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস বরুনকান্দি এলাকার সিদ্দিকুরের ভাড়া বাসা থেকে, তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছে ২০পিস ইয়াবা পাওয়া গেছে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।