Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গত ৫ মে নির্যাতিতা ছাত্রীর দাদা বাদী হয়ে মামলাটি করেন।

আপডেট : ১৬ মে ২০১৯, ০৪:৪৯ পিএম

রাজশাহীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে 'কান ধরা’ সাজা দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ মে) রাতে মোস্তফা কামালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা কামাল।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, গত ৩ মে ইউনিয়নের বারুইহাটি গ্রামে এক স্কুলছাত্রীকে ভুট্টা ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বখাটে তৌহিদ আলী (২৫)। কিন্তু হাতেনাতে ধরা পড়ার পর নামমাত্র সালিশে তৌহিদকে কানটানা সাজা দিয়ে ছেড়ে দেন চেয়ারম্যান মোস্তফা কামাল। 

গত ৫ মে স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা করেন। পরদিন পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে। মামলার আসামি ছিলেন চেয়ারম্যানও।

ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে মোস্তফা কামালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

   

About

Popular Links

x