Monday, July 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্যবসায়ীর ৪ আঙুল কেটে নিলেন ছাত্রলীগ নেতা!

শনিবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৮ মে ২০১৯, ০৬:২৪ পিএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক ব্যবসায়ীর ডান হাতের চার আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইস ও তার সহযোগীদের বিরুদ্ধে।

আজ শনিবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম জি.এম তুষার। তিনি উপজেলার পাটুরিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে।

আহতের বাবা মুনসুর গাজী জানান, পাটুরিয়া গ্রামে ৩৩ শতক জমি নিয়ে তাদের সঙ্গে জনৈক মন্টুদের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ দুপুরে মেহেদি হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, জুয়েলসহ কয়েকজন নেতা-কর্মী তার ছেলে তুষারকে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে রামদা দিয়ে তার ডান হাতের চারটি আঙ্গুল কেটে নেন নাইস। 

মুনসুর গাজী আরও জানান, গুরুতর আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   
Banner

About

Popular Links

x