Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

এসএ পরিবহনের কুরিয়ারে এলো এক লাখ ইয়াবা

রবিবার সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়

আপডেট : ১৯ মে ২০১৯, ০৫:২০ পিএম

রাজধানীতে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের কার্যালয় থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ এর সদস্যরা। এসময় জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়। 

রবিবার সকালে রাজধানীর উত্তরায় এসএ পরিবহনের কার্যালয় থেকে ইয়াবা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান। 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন,  "গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইয়াবার চালানের কথা জানতে পারি। এরপর আজ (রবিবার) সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাড়িতে অবস্থিত এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালানটি জব্দ করা হয়"।

লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান আরো বলেন, "এসময় ইয়াবা পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে। তবে তারা কেউ এসএ পরিবহনের লোক না। কিন্তু জব্দ করা এই ইয়াবার সঙ্গে এসএ পরিবহন কিংবা অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা আমরা খতিয়ে দেখব। আমরা সেখানে যাচ্ছি এখন। সেখানে পৌঁছে  তদন্ত করে এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। তারপর মিডিয়ার সামনে ব্রিফ এ বিষয়ে ব্রিফ করা হবে"।

About

Popular Links