জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী শহিদুল্লাহকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
গত ৭ মে আগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হয়। পরে অধ্যাপক ইউসূফ আলী মোল্লা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।