কুমিল্লা সদর উপজেলার পালপাড়া সেতু সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে (২৪ মে) কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত জাকির হোসেন ওরফে কালা জাকির (৩৫) নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, সে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৭টি মামলা রয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়ার ভাষ্য মতে, গোপন সূত্রে খবর পেয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কালা জাকিরকে আটক করতে বৃহস্পতিবার দিবাগত রাত রাত ২টার দিকে পুলিশ পালপাড়া সেতু সংলগ্ন গোমতী বাঁধ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কালা জাকির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
ওসি বলেন, পরে গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেট, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান পুলিশের ওই কর্মকর্তা।