Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার ছাত্র ইউনিয়ন নেতা রথীন্দ্রনাথ

বেশ কয়েকদিন ধরেই কয়েকজন সন্দেহভাজন তার ওপর নজর রাখছিল বলে জানান এই ছাত্র ইউনিয়ন নেতা।

আপডেট : ২৪ মে ২০১৯, ০৫:৪০ পিএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ মে) রাতে শহরের শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সামনে হামলার শিকার হন তিনি।

আহত রথীন্দ্রনাথ ঢাকা ট্রিবিউনকে বলেন, রাতে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ১০-১৫ জন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়। পরে সতীর্থরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

বেশ কয়েকদিন ধরেই কয়েকজন সন্দেহভাজন তার ওপর নজর রাখছিল বলে জানান এই ছাত্র ইউনিয়ন নেতা।

উল্লেখ্য, আহত রথীন্দ্রনাথ বাপ্পী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি।

   

About

Popular Links

x