Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

লঞ্চঘাটের টয়লেটে দুই বোনের লাশ

লাশ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ২৪ মে ২০১৯, ০৯:৩৫ পিএম

নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে ১২ ও ৪ বছর বয়সী দু'টি মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- নরসিংদীর মনোহরদী উপজেলার পূর্ব চালাক চরের শফিকুল ইসলামের মেয়ে তারিন (১২) ও তাইয়িবা (৪)। 

শুক্রবার (২৪ মে) রাত ৮টার দিকে লাশ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। প্রাথমিকভাবে নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মেঘনা নদীর পাড়ের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেটের ভেতরে মরদেহ দু'টি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্যকোথাও শ্বাসরোধ করে হত্যার পর তাদেরকে টয়লেটে ফেলে গেছে হত্যাকারীরা। তবে কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

   

About

Popular Links

x