Friday, June 14, 2024

সেকশন

English
Dhaka Tribune

সুমো কুস্তির ময়দানে ট্রাম্প

রবিবার টোকিওর দ্য সামার গ্র্যান্ড সুমো টুর্নামেন্টে সুমো কুস্তি উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ২৭ মে ২০১৯, ১২:১১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চারদিনের সফরে জাপানে রয়েছেন। রবিবার এই সফরের অংশ হিসেবে তিনি জাপানের ঐতিহ্যবাহী সুমো কুস্তি উপভোগ করেন।

টোকিওর ‘দ্য সামার গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট’ যাওয়ার আগে এটাকে আকর্ষণীয় খেলা বলে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে সুমো কুস্তি উপভোগ করেন তিনি।
 
 

দ্য সামার গ্রান্ড সুমো টুর্নামেন্টে ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি 

পরে ট্রাম্প বিজয়ী খেলোয়াড়কে চার ফুটেরও বেশি উঁচু এবং প্রায় ৬০ পাউন্ড ওজনের 'ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্টস কাপ' নামক বিশেষ ট্রফি তুলে দেন।

পুরষ্কার প্রদানের সময় ট্রাম্প সুমো প্রতিযোগীদের 'গ্রেট অ্যাথলেট' হিসেবে অভিহিত করেন। এছাড়াও এই 'ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্টস কাপ' শত শত বছর ধরে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প এসময় সুমো কুস্তিকে 'গ্রেট স্পোর্টস' হিসেবেও আখ্যায়িত করেন।

About

Popular Links