রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি মাংসের দোকানকে কৃত্রিম রং মিশিয়ে ২-৩ দিনের পুরনো মাংস বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভেজাল বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও গরুর মাংসের সাথে ভারত থেকে আমদানি করা মহিষের মাংস বিক্রির অভিযোগে ওইসব দোকান থেকে ৬ মণ মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ জনকে আটকও করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, দুই থেকে তিনদিন আগের মাংসে তাজা রক্তের মতো রং মিশিয়ে গরুর মাংস বিক্রি করছিলেন নিউমার্কেট কাঁচাবাজারের কয়েকজন মাংস ব্যবসায়ী। এছাড়াও ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে বিক্রি করছিলেন তারা।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, "এখানে দুই থেকে তিনদিন আগের গরুর মাংসের সঙ্গে রক্ত নয়, এবার কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এছাড়া এখানকার কিছু কিছু দোকানে গরুর মাংসের মহিষের মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এসবের প্রেক্ষিতে তাদের জরিমানা করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে"।