Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার এক বাসেই সিলেট থেকে কক্সবাজার

শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো প্রতিদিন সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে যাত্রী নিয়ে সিলেট আসবে

আপডেট : ২৮ মে ২০১৯, ০৪:৪৩ পিএম

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) এর শীতাতপ নিয়ন্ত্রিত বাস প্রতিদিন সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে বিআরটিসি’র বাস সিলেট আসবে।

সোমবার (২৭ মে) রাতে সিলেট-কক্সবাজার বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম।

বিআরটিসি সূত্র জানায়, প্রতিদিন রাত ৮টায় দক্ষিণ সুরমা বিআরটিসি কাউন্টার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে শীতাতপ (এসি) বাস যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবে। যাত্রীদের কাছ থেকে সাড়া পাওয়া গেলে আগামীতে বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান বিআরটিসি কর্মকর্তারা।

বিআরটিসি সিলেট ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে ও বিআরটিসি কাউন্টার প্রতিনিধি শামীম কবীরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছিত সেলিম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. জামাল আহমদ, কাউন্টার প্রতিনিধি আব্দুল আলীম প্রমুখ।

About

Popular Links