Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামাইকে শিকলবন্দি করে নির্যাতন, আটক স্ত্রী সহ ৩

নির্যাতিত সোহরাবের দায়ের করা মামলায় তাঁর স্ত্রী, শাশুড়ি ও মামা শ্বশুরকে গ্রেফতার করা হয়

আপডেট : ২৯ মে ২০১৯, ০২:৫০ পিএম

 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শ্বশুরবাড়ীতে জামাইকে শিকল দিয়ে আটকে রাখার অভিযোগে স্ত্রী, শাশুড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- সোহরাবের স্ত্রী নিলা, শাশুড়ি মেহেরজান এবং মামা শ্বশুর মসলেম উদ্দিন। গ্রেফতারকৃতদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন জীবননগর আমলী আদালত।

সোহরাব বলেন, “৮-১০ দিন আগে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আমি আমার স্ত্রী নীলার হাতে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে। রোববার সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা-কাপড় দিতে এলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখে এবং মারপিট করে।”

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, “সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলবন্দি জামাই সোহরাব হোসেনের ছবি প্রকাশের পরপরই তাকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে থানায় নেওয়া হয়।” আটক ও মারধরের অভিযোগে নির্যাতিত সোহরাবের দায়ের করা মামলায় তাঁর স্ত্রী, শাশুড়ি ও মামা শ্বশুরকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


মেহেদী হাসান, চুয়াডাঙ্গা


   

About

Popular Links

x