টাঙ্গাইলে মহর আলী (৪০) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর মাথা ও পা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ জুন, সোমবার সকালে শহরের কাজীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের মহর আলী টাঙ্গাইল পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “সোমবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেসে ভর্তি লাশ দেখে স্থানীয়রা থানায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পরিকল্পিভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনালের হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানা মামলার প্রস্ততি চলছে।”
নিহতের চাচাতো ভাই ইয়ারুল ইসলাম বলেন, মহর আলী বেড়াবুচনা বউ বাজারে ফাহিম ফার্নিচার নামে একটি দোকানে চালাতো। রবিবার বিকেল থেকে তিনি নিখোঁজ হন। পরে রাতেই টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করা হয়েছে। সকালে কাজিপুর মহিলার মাদ্রাসার পাশে তার লাশ পাওয়া যায়। নিহতের দেহ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন ছিল। মাথা ও পা পাওয়া যায়নি।