Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে এ ঘটনা ঘটে।

আপডেট : ০৬ জুন ২০১৯, ১১:৫৬ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনিরুল ইসলাম বাবুল নামের একজন নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি। 

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদ উজ জামান জানান, গত মঙ্গলবার রাতে ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২টি ফেনসিডিল, এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুলকে আটক হয়। তার স্বীকারোক্তি মতে গেল রাতে বিজিবি অভিযান চালাতে বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে পৌঁছালে ওঁৎ পেতে থাকা মাদক ব্যবসায়ীরা বিজিবিকে আক্রমণ করে। এ সময় বিজিবি পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে নিহত হন বাবুল। এ সময় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল, দেশিয় অস্ত্র ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 


   

About

Popular Links

x