নারায়ণঞ্জের ফতুল্লায় পাগলা চিতাশা এলাকায় সোমবার ভোরে একটি বাড়িতে মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ফতুল্লা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- আব্দুল আলীম (৭০), তার মেয়ে শিউলি (৩৫), নাতনি যুঁথি (১৪) ও তানজিলা আক্তার (৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আসলাম হোসেন বলেন, "ভোর ৫টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। তখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিল"।
তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে হতাহতদের উদ্ধার করে।