Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে ট্রাক চাপায় প্রাণ গেল ইউল্যাব শিক্ষার্থী আকিবের

নিহত আকিব কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছেলে

আপডেট : ১১ জুন ২০১৯, ০৩:০৮ পিএম

রাজধানীতে ট্রাকচাপায় মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্যের ছেলে আকিব রেজা (২৩)।

মঙ্গলবার (১১ জুন) ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত আকিববেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছোট ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, ঈদের ছুটি শেষ হওয়ায় দৌলতপুর থেকে ঢাকায় পৌঁছান আকিব রেজা।  বাসে ব্যাগ ভুল করে ফেলে যাওয়ায় বাসায় পৌঁছে আবারো ব্যাগ নেয়ার উদ্দেশ্যে রওনা দিলে কল্যাণপুরে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

এদিকে এ খবর ছড়িয়ে পড়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ ভিড় জমান বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাড়িতে।

About

Popular Links