Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ আহত ৯

রোগীর স্বজনরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ করে শিশু ওয়ার্ডে বিকট শব্দে পলেস্তারা খসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রোগী স্বজনদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

আপডেট : ১২ জুন ২০১৯, ১১:৫৪ এএম

নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ মোট ৯ জন আহত হয়েছে। 

১২ জুন, সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- রাফি (২ বছর ৬ মাস), মো. ইসমাইল (৫), ইমাম উদ্দিন (৫), সুমাইয়া (১২), মো. রাসেল (১৬), মো. ইব্রাহিম (৫০), পারুল বেগম (৪৭), বাদশা (৩৫) ও রোজিনা বেগম (২০)। 

এদের মধ্যে ৫ জন ভর্তিকৃত শিশু রোগী ও বাকী ৪ জন শিশুর সহায়ক অভিভাবক। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোগীর স্বজনরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ করে শিশু ওয়ার্ডে বিকট শব্দে পলেস্তারা খসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রোগী স্বজনদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনায় অনেকেই তাদের শিশুদের হাসপাতাল ছেড়ে অন্যত্র নিয়ে যেতে দেখা যায়।

মাইজদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন মাস্টার মো. হুমায়ুন জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থল গিয়ে অন্যান্য রোগীদের বের করে আনে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, “ সকাল ৭টায় আকস্মিক শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ শিশু ও ৪ জন শিশুর সহায়ক অভিভাবক সহ ৯ জন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

About

Popular Links