Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী : বাজেট সমালোচনাকারীদের 'মানসিক অসুস্থতা' রয়েছে

শেখ হাসিনা বলেন, ‘যারা সমালোচনা করছেন, তাদের করতে দেন।' 

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৬:১৩ পিএম

সংসদে পেশ হওয়া জাতীয় বাজেটের সমালোচনাকারীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক আছে যারা মানসিক অসুস্থতার জন্য সবকিছু নেতিবাচক চোখে দেখে।

তিনি বলেন, ‘কিছু মানুষ আছে, যাদের মানসিক অসুস্থতা রয়েছে…তাছাড়া অন্য কিছু নয়। যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে এবং উন্নয়ন হচ্ছে…তারা এসবের মধ্যে ভালো কিছু দেখে না। এটা এক ধরনের (মানসিক) অসুস্থতা।‘

আজ শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না তারা (গবেষণা প্রতিষ্ঠানগুলো) কী গবেষণা করছে। প্রধান কথা হলো সাধারণ মানুষ এতে খুশি কি না, তাদের জন্য ভালো কিছু করছি কি না।’

‘আমি জানি না তারা গবেষণার মাধ্যমে দেশের জন্য কী বয়ে আনবে। আমাদের লক্ষ্য উন্নয়নের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করা। আমরা এ জন্য কাজ করে যাচ্ছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘যারা সমালোচনা করছেন, তাদের করতে দেন। তারা ভালো কিছু বললে গ্রহণ করব, আবার খারাপ কিছু বললে গ্রহণ করব না।’ 

   

About

Popular Links

x