Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধানের দাম নেই, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা

তবে কুঞ্জমোহন কোন কোন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন এবং সেসব দিক থেকে কোনো ধরনের চাপ পড়েছিল কিনা সে বিষয়ে মুখ খুলছেন না তার পরিবারের কেউ।

আপডেট : ১৪ জুন ২০১৯, ১০:০১ পিএম

ধানের দাম না পাওয়ায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আত্মহত্যা করেছেন এক কৃষক।

১৪ জুন, শুক্রবার বিকালে উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রাম হতে ওই কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আত্নহননকারী কৃষকের নাম কুঞ্জ মোহন (৪০)। তিনি নাগেশ্বরবাড়ী গ্রামের মৃত ফাগু চন্দ্র সিংহের ছেলে।

বালিয়াডাঙ্গীর স্থানীয় সাংবাদিক আল মামুন জীবন বলেন, “কুঞ্জ মোহন বিভিন্ন এনজিও ও সমবায় সমিতির নিকট হতে ঋণ গ্রহণ করেছিলেন। কিন্তু যতদূর জানা গেছে, ধানের দাম না পাওয়ায় তার ঋণশোধের সামর্থ্য ছিল না।”

তবে কুঞ্জমোহন কোন কোন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন এবং সেসব দিক থেকে কোনো ধরনের চাপ পড়েছিল কিনা সে বিষয়ে মুখ খুলছেন না তার পরিবারের কেউ।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, “কিছুদিন আগে তিনি মেয়ের বিয়ে দেন, সেকারণে আরো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ওই কৃষক আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

   

About

Popular Links

x