চট্টগ্রাম মহানগরে ১০ হাজার ইয়াবাসহ ট্রাফিক পুলিশের এক উপপরিদর্শককে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ অভিযান পরিচালনা করে টিএসআই সিদ্দিকুর রহমানকে আটক করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মো. শহীদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ সিজিএস কলোনিতে অভিযান চালিয়ে বন্দর ট্রাফিক জোনের টিএসআই সিদ্দিকুরকে ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।