Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

এলজিআরডি মন্ত্রী: ঢাকা শহরে বস্তিবাসীর সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ

রবিবার সংসদে সরকারি দলের হাজী মো. সেলিমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন

আপডেট : ১৬ জুন ২০১৯, ০৮:৫৮ পিএম

ঢাকা শহরে মোট ৩ হাজার ৩৯৪টি বস্তিতে ৬ লাখ ৪৬ হাজার ৭৫ জন লোক বসবাস করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

রবিবার সংসদে সরকারি দলের হাজী মো. সেলিমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

মন্ত্রী বলেন, "ঢাকা শহরে মোট ৩ হাজার ৩৯৪টি বস্তিতে ৬ লাখ ৪৬ হাজার ৭৫ জন লোক বসবাস করছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ২০১৪ সালের জরিপ অনুযায়ি ঢাকা শহরের দুই সিটি করর্পোরেশনের বস্তিতে মোট খানা রয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৩০টি"।

"এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বস্তির সংখ্যা ১ হাজার ৬৩৯টি, মোট খানা, ১ লাখ ৩৫ হাজার ৩৮০টি ও জনসংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ১৯ জন। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বস্তির সংখ্যা ১ হাজার ৭৫৫টি, খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১টি ও জনসংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৬ জন", যোগ করেন তিনি।

মন্ত্রী তাজুল বলেন, বস্তিতে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

   
Banner

About

Popular Links

x