Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক, ২ দিনের রিমান্ড

এসময় তার কাছ থেকে ৮০ হাজার টাকাও উদ্ধার করা হয়

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৫:৩৮ পিএম

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ গ্রেফতার হয়েছেন বন্দর ট্রাফিক জোনের উপপরিদর্শক (টিএসআই) সিদ্দিকুর রহমান। 

শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ সিজিএস কলোনিতে র‍্যাব ও কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

রবিবার দুপুরে ষষ্ঠ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তাকে উপস্থাপন করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের এসআই রাছিব খান।

এর প্রেক্ষিতে সোমবার তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মো. শহীদুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিকুর তার অপরাধের সঙ্গী হিসেবে রেলওয়ে পুলিশের টিএসআই বাবুল খন্দকারসহ আরও একজনের নাম প্রকাশ করেছে"।

   

About

Popular Links

x