ব্রিটিশ সরকারের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া টাঙ্গাইল জেলার সৈনিকদের ভাতা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৭ জুন) জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে ব্রিটিশ সরকারের আরসিএল ফান্ড থেকে জীবিত তৎকালীন ব্রিটিশ সেনা এবং মৃতদের স্ত্রীদের হাতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রিটিশ সেনা হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া আব্দুর রশিদ এবং ১৪ জন মৃত সৈনিকের স্ত্রীরা। তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ অন্যান্যরা।