Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রতিমন্ত্রী: এ বছরই অটোমেশনের অধীনে আসছে অভিবাসন প্রক্রিয়া

'এ জন্য সরকার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ হালনাগাদ করতে পদক্ষেপ নিয়েছে'

আপডেট : ২১ জুন ২০১৯, ১০:৫৮ এএম

বিদেশে চাকরির সন্ধানকারী বাংলাদেশিদের দালাল ও রিক্রুটিং এজেন্সিগুলোর হয়রানি থেকে রক্ষা করতে অভিবাসন প্রক্রিয়া অটোমেশনের অধীনে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ।

বৃহস্পতিবার সংসদে ক্ষমতাসীন দলের সৈয়দা রুবিনা আক্তারের (সংরক্ষিত আসন) প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, "দালালদের দৌরাত্ম রোধ করার লক্ষ্যে সার্বিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য অভিবাসনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশন প্রক্রিয়ার অধীনে আনার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে"।

"এ জন্য সরকার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ হালনাগাদ করতে পদক্ষেপ নিয়েছে", যোগ করেন তিনি।

ইমরান আহমেদ আরো জানান, "অটোমেশন প্রক্রিয়া চলতি বছর নাগাদ বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে। এছাড়াও রিক্রুটিং এজেন্ট লাইসেন্স বিধিমালা-২০০২ সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।" 

এসময় বাংলাদেশ থেকে ১৭৩ দেশে প্রবাসী কর্মী প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

About

Popular Links