Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাচিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছলে ট্রাকটি পেছন থেকে পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। 

আপডেট : ২১ জুন ২০১৯, ১১:২১ এএম

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

২১ জুন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি ট্রাক শ্রমিকদের বহনকারী পিকআপকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মোজাহার এর ছেলে আব্দুল কাদের (৫০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (২৫)। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি দেলোয়ার হোসেন প্রত্যক্ষদর্শী সূত্রে বলেন, “শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে লেবার নিয়ে একটি পিকআপ সিরাজগঞ্জ থেকে নাটোরের উদ্দেশে আসছিল। অপর একটি ট্রাক ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাচিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছলে ট্রাকটি পেছন থেকে পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।“

ওসি দেলোয়ার হোসেন বলেন, “নিহতর দুজন পিকআপের যাত্রী। তবে অপরজন পিকআপের হেলপার হতে পারে। খোঁজ নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে “

   
Banner

About

Popular Links

x