Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশের আদালতে এসি স্থাপন নিয়ে হাইকোর্টের রুল

আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, বিদ্যুৎ সচিব, অর্থ সচিব, গণপূর্ত সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৫:৩৫ পিএম

সারাদেশের আদালতের এজলাস কক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনে নির্দেশ কেন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রবিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, বিদ্যুৎ সচিব, অর্থ সচিব, গণপূর্ত সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও রিটকারী এডভোকেট মকছেদ আলী। তাদের সহযোগিতা করেন এডভোকেট মো: মুজাহিদুল ইসলাম।

এর আগে গত ১১ এপ্রিল জনস্বার্থে এডভোকেট মকছেদ আলী সারাদেশের আদালতের এজলাস কক্ষগুলোতে এসি স্থাপনের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন।

রিট দায়ের করার কারণ প্রসঙ্গে রিটকারী আইনজীবী মকছেদ আলী বলেন, "গ্রীষ্মকালীন সময়ে আদালতগুলোতে বিচার কাজ পরিচালনার সময় আইনজীবী ও বিচার প্রার্থীদের অতিরিক্ত গরমে দূর্ভোগে পড়তে হয়। এতে বিচার কাজ বিঘ্নিত হয়। এজলাস কক্ষগুলোতে যদি এসি স্থাপন করা হয় তাহলে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা সাবলীলভাবে অবস্থান করতে পারবেন। এছাড়া এটা বিচার বিভাগের আধুনিকায়নেরও একটা অংশ"।

About

Popular Links