Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

হঠাৎ তাদের টিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৩:৩৪ পিএম

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

২৮ জুন, শুক্রবার সকাল ১০টার দিকে কালিগঞ্জের গড়ইমহল ও আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮) এবং একই উপজেলার জিয়নগর গ্রামের মৃত হাতিম আলী গাজীর ছেলে মুনছুর আলী গাজী (৫০) এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের টিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

একই সময়ে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মুনছুর আলী গাজী বাড়ির পাশে একটি বিলে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, আশাশুনির মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদার ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব হাসান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম পৃথক এসব ঘটনা নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x