Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

আমরণ অনশনের ছাত্রলীগের পদবঞ্চিতরা

‘দাবি আদায়ের বিষয়ে আমরা টানা এক মাস তিনদিন অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু কেউ আমাদের দাবি মেনে নেয়নি। আমাদের খোঁজখবরও নেয়নি কেউ। তাই দাবি আদায়ের লক্ষ্যে আবার নতুন কর্মসূচি আমরণ অনশনে বসেছি।’

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৭:৩৩ পিএম

চার দফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।

২৮ জুন, শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশের অবস্থান কর্মসূচি থেকে নতুন করে এই ঘোষণা দিয়েছেন তারা। এর আগে, এক মাস তিন দিন থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। খবর বাংলা ট্রিবিউনের।

আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, বিতর্কিত সব নেতাকে বহিষ্কার, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার করা।

আন্দোলনের মুখপাত্র রাকিব হোসেন বলেন, “দাবি আদায়ের বিষয়ে আমরা টানা এক মাস তিনদিন অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু কেউ আমাদের দাবি মেনে নেয়নি। আমাদের খোঁজখবরও নেয়নি কেউ। তাই দাবি আদায়ের লক্ষ্যে আবার নতুন কর্মসূচি আমরণ অনশনে বসেছি।”

বিগত কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

About

Popular Links