Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

রায়েরবাজারে গ্রুপিংয়ের জেরে কিশোর নিহত

হবিগঞ্জ থানার ওসি একরাম আলি জানান, নিহত ইয়াসিন আরাফাত ‘লাভ লেন’ গ্রুপের সদস্য ছিলো

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৪:৪১ পিএম

রাজধানীর রায়েরবাজার হাজারিবাগ ও মোহাম্মদপুর ভিত্তিক দু’টি গ্রুপের সংঘর্ষের জেরে ১৬ বছরের কিশোর নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। হবিগঞ্জ থানার ওসি একরাম আলি জানান, নিহত ইয়াসিন আরাফাত ‘লাভ লেন’ গ্রুপের সদস্য ছিলো। শনিবার গভীর রাতে কর্মক্ষেত্র চায়ের দোকান থেকে ফেরার পথে তার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করা হয়। ইয়াসিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।    

ঢাকা ট্রিবিউনকে ওসি একরাম আলি আরও বলেন, “প্রাথমিক তদন্ত শেষে আমরা জানতে পেরেছি হামলাকারী কিশোররা ‘বাংলা’ গ্রুপের সদস্য। তাদের দলনেতা সৈকত লাভ লেন গ্রুপের ছেলেদের হাতে মারধরের শিকার হওয়ার পর থেকেই দুইদলের মধ্যে উত্তেজনা শুরু হয়। রবিবার রাত ও সোমবার সকালে ৫০ থেকে ৬০ জন সদস্যর বাংলা গ্রুপের অন্তত ১০ সদস্যকে ইতোমধ্যেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে।”


   

About

Popular Links

x