Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

জি এম কাদের: লাইফ সাপোর্টে নয়, চোখ মেলছেন এরশাদ

‘পরিবারের স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম আধো জাগরণে রয়েছেন, চোখও মেলছেন। তবে কথা বলতে পারছেন না।’

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:৫৯ পিএম

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। তার ফুসফুসে ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন।”

২ জুলাই, মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বাংলা ট্রিবিউনের।

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে জিএম কাদের বলেন, “পরিবারের স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম, আধো জাগরণে রয়েছেন, চোখও মেলছেন। তবে কথা বলতে পারছেন না।”

প্রসঙ্গত, সোমবার (১ জুলাই) এরশাদকে দেখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছিলেন, “এরশাদের অবস্থা ক্রিটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।”

চিকিৎসকরা এখনও এরশাদের বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন জানিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার শারীরিক অবস্থা গতকালের মতোই রয়েছে। সিএমএইচ চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।

এরশাদের শারীরিক অবস্থা বিষয়ে পার্টির সংবাদ সম্মেলন অথবা আইএসপিআর এর তথ্য ছাড়া অন্য কোনও তথ্যে বিভ্রান্ত না হতে আহবান জানিয়েছেন জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা প্রমুখ।

About

Popular Links