Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় শ্রমিক নিহত

বৃহস্পতিবার(৪ জুলাই) রাত সোয়া ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারে এদুর্ঘটনা ঘটে

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০৯:০৩ এএম

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় সিরামিক কারখানার শ্রমিক সিরাজুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। নিহত সিরাজুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। 

বৃহস্পতিবার(৪ জুলাই) রাত সোয়া ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারে এদুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, কারখানা ছুটি শেষে বাইসাইকেলে চড়ে বাসায় যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির প্রাইভেটকার সিরাজুলকে ধাক্কা দেয়। এসময় সে মহাসড়কের পাশে ছিটকে পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

   

About

Popular Links

x